Monday, September 22, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollমহানগরের মহাপুজো | ত্রিকোণ পার্ক
Durga Puja 2025

মহানগরের মহাপুজো | ত্রিকোণ পার্ক

চলতি বছরে ত্রিকোণ পার্কের থিম ‘দেবদর্শন’

কলকাতা: দেবীপক্ষের সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রীর হাত ধরে শহরের বেশ কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। কলকাতার দুর্গাপুজো মানেই থিমের বাহার। কোন পুজোর থিম (Kolkata Theme Puja Pandal) সবথেকে বেশি লোক টানতে পারল, সেটাই একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। এই থিমের প্রতিযোগিতায় অভিনব ভাবনায় সেজে উঠেছে ত্রিকোন পার্ক (Tricone Park Durga Puja 2025)। এই বছর ৯৬তম বর্ষে পা দিল এই দুর্গোৎসব।

চলতি বছরে ত্রিকোণ পার্কের থিম ‘দেবদর্শন’। এই মণ্ডপ বলবে সেই সমস্ত শিল্পীদের কথা, যাঁরা ভগবানকে পৌঁছে দেন মানুষের কাছে।

 

আরও পড়ুন: আধুনিকতার আবহেও মহালয়ার আবেগে পড়েনি ভাটা, সেই ছবিই ধরা পড়ল মসলন্দপুরে

সেই সব শিল্পীদের কথা মাথায় রেখেই প্রতাপাদিত্য ত্রিকোণ পার্কের থিম ‘দেবদর্শন’। প্রতিমাসজ্জার দায়িত্বে রয়েছেন সৈকত বসু। মণ্ডপসজ্জার ভাবনা রয়েছেন দীপ, ইশিকা এবং সৈকত এবং তাঁদের দল।

যদিও কেন এমন এই ভাবনা, তা এখনই খোলসা করতে রাজি নন ক্লাবের সম্পাদক। তাঁর কথায় মণ্ডপে প্রবেশ করলেই মিলবে সব উত্তর।

দেখুন ভিডিও

Read More

Latest News